Ambulance: সস্তায় মিলবে অ্যাম্বুলেন্স; এইবার নয়া অ্যাপ আনছে সরকার! জানুন বিস্তারিত

Ambulance: স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায় রাজ্য সরকার। রাজ্য সরকার তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য কোনো মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যান। তার জন্য রাজ্যে তৈরি হচ্ছে একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল। যেখানে পাওয়া যাচ্ছে উন্নতমানের পরিষেবা। তবে বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে সঠিক সময়ে রোগী পৌঁছাতে না পারায় ঘটে যাচ্ছে নানান রকম দুর্ঘটনা।

এর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আরও বড় পদক্ষেপ নিতে চলেছে বাংলার সরকার। রাজ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে এর আগে নানান সমস্যার সম্মুখীন হয়েছে সরকার। অনেক সময় কঠিন পরিস্থিতিতে পাওয়া যায় না পর্যাপ্ত এম্বুলেন্স। যার ফলে অনেক সময় খাটে করে কিংবা রোগীকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রোগী। বিশেষ করে এই অ্যাম্বুলেন্স সংকটের মুখোমুখি হতে হয়েছিল মহামারীর সময়ে।

কাটবে অ্যাম্বুলেন্স সমস্যা:

আবার অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও অ্যাম্বুলেন্স চালককে দিতে হবে মোটা টাকা এমন অভিযোগ উঠে এসেছে বারবার। এবার আর কোনরকম অনিয়ম নয় বড় সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল গুলিতে বিশেষ করে নানান রকম অভিযোগ উঠে এসেছে এই অ্যাম্বুলেন্স নিয়ে।হাসপাতাল কর্তৃপক্ষ মাত্রাতিরিক্ত অ্যাম্বুলেন্স ভাড়া চাইছে বলে অভিযোগ উঠেছে। এবার আর অনৈতিকভাবে বেশি ভাড়া নেওয়া চলবে না।।

সমস্যা দূর করতে নতুন পদ্ধতি অবলম্বন করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সমস্ত বেসরকারি অ্যাম্বুলেন্স গুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে কার্যকরী ভূমিকা হবে অ্যাপ। তথ্য প্রযুক্তি দপ্তর এবং পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে তাদের একটি অ্যাপের মাধ্যমে ঐক্যবদ্ধ করা হবে। সরকারের তরফে চালু হচ্ছে একটি নতুন অ্যাপ। ক্যাব অথবা ওলার মতন এই অ্যাপ রোগীদের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।

যাত্রী সাথী:

সেখানে যাত্রী সাথী অ্যাপের মতন নির্ধারণ করা থাকবে ভাড়া। চলতি বছর পুজোর মধ্যেই এই ব্যবস্থা চালু করার ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে। দশ মাস আগে শুরু হয়েছিল যাত্রী সাথী অ্যাপ। লক্ষ লক্ষ মানুষ এই যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করে উপকৃত হয়েছেন। জনসাধারণ এবং চালক উভয়েই যাতে সুবিধা ভোগ করতে পারেন এবং স্বাস্থ্য ক্ষেত্রে আর কোনো রকম জটিলতায় না পড়তে হয় তার জন্যই এই বিশেষ ব্যবস্থা।।

আরও পড়ুন: Post Office:পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগে মেয়াদপূর্তিতে পেয়ে যান ৩০ লাখ টাকা, জেনে নিন বিস্তারিত

Leave a Comment